November 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 625 জন

স্বস্তি মিলেছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। তার একটা বড় কারণ অবশ্য ছিল করোনা পরীক্ষার হার কমে যাওয়া। উৎসব মিটেছে। ধীরে ধীরে ফের বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। বিগত কয়েকদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামলে 2 হাজারের নিচে | পাশাপাশি একাধিক রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল করোনা আক্রান্তের সংখ্যা | আগের থেকে অনেকটা বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | তবে প্রতিদিনই ওঠানামা করছে এই সংখ্যাটা | তবে এক ধাক্কায় অনেকটাই কমলো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | বর্তমানে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে 1.55 % |

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 625 জন | যা আগের তুলনায় অনেকটা কম | গত ২৪ ঘন্টার মোট মৃত্যুর সংখ্যা 0 | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 30 হাজার 509 জন |