December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গত 24 ঘণ্টায় কলকাতায় বেড়েছে আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ওই সময়ের মধ্যে কলকাতা-সহ গোটা রাজ্যে কোভিড রোগীর মৃত্যুর সংখ্যাও আগের থেকে কমেছে। তবে সংক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে। যদিও সংক্রমণের দৈনিক এবং মোট হার নিম্নমুখী হয়েছে। ১ দিনে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি টিকা নিয়েছেন বলে বুধবার জানিয়েছে স্বাস্থ্য দফতর।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলার মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।