গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ওই সময়ের মধ্যে কলকাতা-সহ গোটা রাজ্যে কোভিড রোগীর মৃত্যুর সংখ্যাও আগের থেকে কমেছে। তবে সংক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে। যদিও সংক্রমণের দৈনিক এবং মোট হার নিম্নমুখী হয়েছে। ১ দিনে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি টিকা নিয়েছেন বলে বুধবার জানিয়েছে স্বাস্থ্য দফতর।
বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলার মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

More Stories
সাতসকালে কলকাতায় ভূমিকম্প
শীতের দিনে ঘুরে দেখুন কলকাতা
রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা