গোটা বিশ্বের পাশাপাশি ভারতীতেও ক্রমশ জোরালো হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যার ফলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ২১৩ জন। সাথে মৃত্যু হয়েছে ৯৭ জনের। সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মেডিকেল বুলেটিন অনুযায়ী বর্তমানে দেশের সংখ্যা ৬৭ হাজার ১৫২ জন। ভারতের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে।
করোনাভাইরাস এর জেরে আগামী ১৭ ই মে পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে। তবে আগামী ১৭ ই মে এর পর লকডাউনের সময়সীমা বাড়ানো হবে, নাকি তা পুরোপুরি ভাবে উঠে যাবে সে বিষয়ে সোমবার দুপুর তিনটে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।