
রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দেব রুক্মিণী কে | আগামী 29 শে এপ্রিল মুক্তি পাবে কিশমিশ | চিত্রনাট্য মেনে চারটি আলাদা আলাদা লুকে দেখা যাবে অভিনেতা দেবকে | এই ছবিতে অভিনয়ের জন্য 40 কেজি ওজন কমিয়েছেন দেব |
এই নিয়ে ষষ্ঠবার এই জুটিকে দেখা যাবে বড়পর্দায় | ছবির শুটিং এর পরেই কিছুটা সময় বের করে দেব ও রুক্মিণীর চলে যান মালদ্বীপ |
More Stories
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান
নতুন মানুষের প্রেমে হাবুডুবু মিস্টার পারফেক্ট
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়