
আগামীকাল সমাপ্তি হল আন্তর্জাতিক কলকাতা বইমেলার | তবে রবিবার সমাপ্তির দিনে বইমেলায় আগত দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো | সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই দিনের বইমেলার ভিড় | গত বছর যেখানে ২৩ কোটি বই বিক্রি হয়েছিল | এ বছর ৪৬ তম বইমেলায় বিক্রি হয়েছে ২৭ কোটি টাকার বই |
বিগত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এ বছর । রবিবার রাত আটটায় একটি অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার সমাপ্তি হয় | এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো ও নগরায়ন মন্ত্রী ফিরাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, বিধান নগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং পাবলিশার্স এন্ড বুক সেলোয়ার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এছাড়াও আরও অনেকে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়