March 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

গতির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি, মৃত এক

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দীঘা নন্দকুমার রাস্তার ১১৬ বি জাতীয় সড়ক কাঁথি থানার ঘাটুয়ার কাছে, দীঘা থেকে এক থ্যালাসেমিয়া রুগিসহ তার বাবা ও মা এবং এক রক্ত দাতা সব মিলিয়ে পাঁচ জন একটি মারুতি গাড়ি ভাড়া করে কাঁথি মহকুমা হাসপাতালে আসার সময় ঘাটুয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় । স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে নামে। স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় ঐ পাঁচ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে , হাসপাতালের কর্মরত চিকিত্সক থ্যালাসেমিয়া রুগি শ্রীনজন সেনকে মৃত্য বলে ঘোষণা করেন। এবং গুরুতর আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দীঘা থানার মেদিনীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলে, এই দিন একটি মারুতি গাড়ি দীঘার দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিলো। এরপর হঠাৎই মাঝরাস্তায় ঘটে দুর্ঘটনা।