বাড়ি থেকে বের হয়ে আসা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পুনরায় পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঘটনা।বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে আসা হরিরামপুর এর বাসিন্দা আজমরুল হোসেনকে গতকাল রাত্রে গঙ্গারামপুর থানার কালিতলাতে অস্বাভাবিক ভাবে ঘুরতে দেখে একটি স্বেচ্ছসেবী সংস্থার সাহায্য নিয়ে ওই মানসিক ভারসাম্য হীন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর শনিবার ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি