
গঙ্গারামপুর:গঙ্গারামপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনার পর আজ বৃহস্পতিবার যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম রাজিব সরকার(২২)।বাড়ি তপন ব্লকের রামপুর এলাকায়। পেশায় ছিলেন একজন কৃষক। পরিবার সূত্রে খবর বুধবার সকালে বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই যুবক।পরে বাজার থেকে বাড়িতে ফিরতেই যুবকের বিষপান করার বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন। ঘটনার পর তড়িঘড়ি যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় যুবককে।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনার পর আজ বৃহস্পতিবার যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তেরজন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।এ বিষয়ে মৃতের আত্মীয়রা জানিয়েছেন।
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি