আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার লক্ষ্যে যে সাবমেরিনটে গিয়েছিল সেখানে সেটি কদিন নিখোঁজ ছিল | অবশেষে তার যাত্রার করুন সমাপ্তির কথা জানা যায় | অনুসন্ধানকারী দল আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আশেপাশে সাবমেরিন টাইটনেরও কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার কথা জানায় | এ খবর শুনে মার্কিন নৌ বাহিনী এখন বলছে, এই ধরনের কিছু শব্দ তখনই শুনতে পেয়েছিল তারা | কিন্তু সাবমেরিন বিস্ফোরণ ঘটে যে এমন শব্দ তা তারা বুঝতে পারেনি ।
প্রসঙ্গত, গত রবিবার আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল টাইটান | সমুদ্র পৃষ্ঠা থেকে তলদেশে উদ্দেশ্য যাত্রা শুরু পৌনে দু’ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় |
More Stories
বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংস্থা তৈরিতে উদ্যোগী অনন্ত আম্বানি
ভারতের প্রথম ট্র্যাকার লঞ্চ করল জিও
ক্যাম্পা কোলার সাথে যুগান্তকারী অংশীদারিত্ব ঘোষণা করল রিলায়েন্স