December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

খোঁজ মিললো টাইটানিক দেখতে যাওয়া টাইটানের

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার লক্ষ্যে যে সাবমেরিনটে গিয়েছিল সেখানে সেটি কদিন নিখোঁজ ছিল | অবশেষে তার যাত্রার করুন সমাপ্তির কথা জানা যায় | অনুসন্ধানকারী দল আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আশেপাশে সাবমেরিন টাইটনেরও কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার কথা জানায় | এ খবর শুনে মার্কিন নৌ বাহিনী এখন বলছে, এই ধরনের কিছু শব্দ তখনই শুনতে পেয়েছিল তারা | কিন্তু সাবমেরিন বিস্ফোরণ ঘটে যে এমন শব্দ তা তারা বুঝতে পারেনি ।

প্রসঙ্গত, গত রবিবার আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল টাইটান | সমুদ্র পৃষ্ঠা থেকে তলদেশে উদ্দেশ্য যাত্রা শুরু পৌনে দু’ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় |