October 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

খুলে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের টাইগার হিল, সান্দাকফু, রক গার্ডেন

ভূমিধসে বিধ্বস্ত পাহাড়ে পর্যটকদের নিরাপত্তার জন্য রবিবার দার্জিলিংয়ের টাইগার হিল, সান্দাকফু, রক গার্ডেন ভ্রমণে জিটিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিষেধাজ্ঞা জারি করলেও সোমবার সবই খুলে দেওয়া হয়েছে। সোমবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পর্যটকরা ফের দার্জিলিংমুখী হচ্ছেন।

সমস্যা হয়েছে উড়ান এবং সিকিম ও দার্জিলিং থেকে ফেরার গাড়ি ভাড়া নিয়ে। পর্যটকদের একাংশের অভিযোগ, গ্যাংটক অথবা দার্জিলিং থেকে ফেরার পুরো গাড়ি ভাড়া ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। যারা বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ানে ফিরতে চাইছেন তারা আরও বেশি বিপাকে পড়েছেন। অভিযোগ, সোমবার বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানের ভাড়া বেড়ে হয়েছে ১৫ হাজার টাকা। কেন এই বাড়তি ভাড়া? উত্তর মেলেনি কোথাও। এদিকে পাহাড়ে একাধিক জায়গা ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী ৮ অক্টোবর অবধি জয়রাইড বাদ দিয়ে বাকিসব টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।