খিদিরপুরের ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলের | জানা গিয়েছে, শনিবার রাতে তার গাড়ির উপর উল্টে যায় একটি বিশাল লরি | থানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির উপর উল্টে যায় একটি সার বোঝাই লরি । এরপর লরি তলা চাপা পড়ে যায় গাড়িটি।
পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে গাড়ি টিকে উদ্ধার করে | গাড়িটি চালাচ্ছিলেন কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলে | ঘটনাস্থলে মৃত্যু হয় তার | রাস্তার বেহাল দসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের |
স্থানীয়দের দাবি, এর আগেও এই রাস্তায় একাধিক বার দুর্ঘটনা ঘটেছে | শনিবার বিকেলে উত্তর কলকাতায় ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে পড়ে | রাস্তার একাধিক জায়গায় জল জমে থাকতে দেখা যায় । যার জেরে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির