খাবার অযোগ্য চাল , পচা আলু ও ডাল পরিমাণ কম দেওয়ার অভিযোগ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর সাত নাম্বার ভান্ডার গ্রাম পঞ্চায়েতের চাঁদবাড়ি মির্জাপুর 250 নাম্বার অঙ্গনওয়াড়ি সেন্টার
এলাকাবাসীদের অভিযোগ এই লক ডাউন সময় অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে চাল ও আলু দেওয়ার কথা সেটি খাবার অযোগ্য, নিম্নমানের দেওয়া হচ্ছে পোকা ধরা চাল পচা আলু তার মধ্যে ২ কেজির যায়গা ১ কেজি ৮০০ গ্রাম, ডাল ৩০০ গ্রামের যায়গা ১৫০ থেকে ২০০ গ্রাম। এই নিয়ে গ্রাম বাসি বিক্ষোভ দেখায়। অঙ্গনওয়াড়ি সেন্টার দিদিমণি বলে আগে খারাপ চাল ও পচা আলু বাদ দিয়ে ভালো যেগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে এবং পরিমাণ সঠিকভাবে দেওয়া হচ্ছিল। অঙ্গনওয়াড়ি সেন্টার এর সরকার অভিযোগ অন্ধকারে রেখে নিয়ে সমস্ত কাজ জিনিসপত্র বিলিবণ্টন করে যাচ্ছে।
ঠিক একইভাবে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর ডালিমগাঁও 34 নাম্বার অঙ্গনওয়াড়ি সেন্টার পোকা ধরা ডাল, আলু ১৫০০ কেজি, দেওয়ার অভিযোগ উঠে অঙ্গনারী সেন্টারের দিদি মণিদের রিনা নন্দি বিরুদ্ধে। এ নিয়ে দিদিমণিকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। একঘন্টা বিক্ষোভ দেখানোর পরে দিদিমণিকে বাড়ি ফিরিয়ে দেয় ও ভালো ডাল ও সোয়াবিন আনার পরেই গ্রামের মহিলারা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে খাবার জিনিসপত্র অযোগ্য থাকার কারণে কোন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেলেন। গ্রামবাসীদের অভিযোগ দিদিমণি ও সহায়িকা মধ্যে মতের মিল নেই সহায়িকা কে সব কিছু অন্ধকারে রেখেই সব কাজ করছে।
।