June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

খরগ্রামের নেংটি পাড়া গ্ৰামে এক ব্যাক্তির বাড়ি থেকে উদ্ধার ১০ টি তাজা বোমা

পায়রা নিয়ে বিবাদের জেরে ব্যাপক বোমাবাজির ঘটনায় গতকাল সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের খড়গ্রাম থানার গ্রাম অঞ্চলের নেংটি পাড়া গ্রামে এবং গতকাল এসে ঘটনায় দুই পক্ষের প্রায় 5 জন গুরুতর জখম হন আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালেই উল্লেখিত ওই দুই বাড়ির মধ্যে একটি বাড়ি থেকে দশটি তাজা বোমা উদ্ধার করল খরগ্রাম থানার পুলিশ। এদিন সকালে সাহাম সেখ নামের ওই ব্যাক্তির বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে একটি কন্টেইনার এ ভর্তি অবস্থায় ১০টি তাজা বোমা উদ্ধার করে খরগ্রাম থানার পুলিশ পরে সিআইডি বম স্কোয়াদ কে খবর দেওয়া হলে তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই গ্রামসহ পুরো এলাকাজুড়ে পরপর দুইদিন গ্রামের বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে স্থানীয় মানুষজন।