May 11, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কয়লা ও গরু পাচার কান্ডে এবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে সিবিআই দল

কয়লা ও গরু পাচার কান্ডে এবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে সিবিআই দল।
জানা গিয়েছে নিজ্যাম প্যালেসের সিবিআইয়ের একটা প্রতিনিধি দল তারা অভিষেকের বাড়িতে হাজির হয়। মূলত তার স্ত্রীকেই নোটিশ দিতে এবার অভিষেক বন্দোপাধ্যায় এর বাড়িতে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মূলত জানা যাচ্ছে ইতিমধ্যেই বিনয় মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। এর আগে একাধিকবার বিনয় মিশ্রের বাড়িতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। কিন্তু সেখানে তার দেখা মেলেনি।
এরপরেই জানা যায় বিনয় মিশ্র দুবাইয়ে রয়েছে। তাছাড়াও সাংসদ অভিষেক এর সাথে বিনয় মিশ্রের একাধিকবার একাধিক ছবি প্রকাশ হয়। এরপর তার সাথে অভিষেকের একটা যোগ স্পষ্ট হয়।