December 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্রিসমাসের দিন রীতিমতো রেকর্ড গড়ল দেবের প্রধান

ক্রিসমাসের দিন রীতিমতো রেকর্ড গড়ল দেবের ছবি প্রধান। সম্প্রতি দেবের প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া পেজে শেয়ার করা তথ্য অনুযায়ী, বড়দিনে বেশিরভাগ হলেই হাউসফুল বোর্ড ঝুলেছে প্রধানের বেশিরভাগ শোয়ে। দেবের প্রধান ছবিতে, দেবের বিপরীতে রয়েছেন সৌমিতৃষা। বহুদিন পর এই ছবিতে নজর কেড়েছেন দেব-সোহম জুটি। পুলিশের অবতারে দেবের অসাধারণ অভিনয় প্রশংসা পেয়েছে। সব মিলিয়ে বড়দিন দেব যে তাঁর অনুরাগীদের দারুণ উপহার দিয়েছেন, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, অফিসে একদিকে শাহরুখের ‘ডাঙ্কি’, তো অন্যদিকে দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’। অনেকেই মনে করেছিলেন এই দুই ছবির মাঝে পড়ে চিঁড়ে চ্যাপ্টা অবস্থা হবে দেবের প্রধান ছবির। তবে বক্স অফিসের হিসেব কিন্তু অন্য কথাই বলছে |