ক্রিসমাস এর আগেই কিন্তু তরফে ৫৪৮৮.৮৮ কোটি টাকা পেল নবান্ন | যা করে অতিরিক্ত কিস্তির টাকা বলে জানানো হয়েছে । এই অর্থ পাওয়ার ছিল | তবে অন্যান্য রাজ্যগুলির তুলনায় এবারও বাংলার প্রাপ্তি বেশ কম | প্রাপ্তি শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ এবং বাংলা রয়েছে চতুর্থ স্থানে |
প্রসঙ্গত, শুক্রবার অর্থ মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে | প্রতিমাসে নিয়ম করে কিস্তির টাকা পাঠানো হয় | তবে ডিসেম্বরে জানুয়ারির মাঝে এই টাকা এবার অতিরিক্ত কিস্তি হিসেবে বিভিন্ন রাজ্যে পাঠানো দিল্লি | কর বাবদ মোট ৭২,৯৬১.২১ কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যকে | এরপর ও ক্রিসমাস নববর্ষ উপলক্ষে অতিরিক্ত কিস্তি দেওয়া হল।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী