
ক্রিসমাস এর আগেই কিন্তু তরফে ৫৪৮৮.৮৮ কোটি টাকা পেল নবান্ন | যা করে অতিরিক্ত কিস্তির টাকা বলে জানানো হয়েছে । এই অর্থ পাওয়ার ছিল | তবে অন্যান্য রাজ্যগুলির তুলনায় এবারও বাংলার প্রাপ্তি বেশ কম | প্রাপ্তি শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ এবং বাংলা রয়েছে চতুর্থ স্থানে |
প্রসঙ্গত, শুক্রবার অর্থ মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে | প্রতিমাসে নিয়ম করে কিস্তির টাকা পাঠানো হয় | তবে ডিসেম্বরে জানুয়ারির মাঝে এই টাকা এবার অতিরিক্ত কিস্তি হিসেবে বিভিন্ন রাজ্যে পাঠানো দিল্লি | কর বাবদ মোট ৭২,৯৬১.২১ কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যকে | এরপর ও ক্রিসমাস নববর্ষ উপলক্ষে অতিরিক্ত কিস্তি দেওয়া হল।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়