December 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান

মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালেই কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান। বড়দিনের আগেইপ্রযোজক নিশপালের ঘরে এল লক্ষ্মী । স্বাভাবিকভাবে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া। কোয়েলর প্রথম পুত্রসন্তান ছোট্ট কবীর, এবার হয়ে গেল দাদা। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন কোয়েল মল্লিক নিজেই। জানা গিয়েছে, মা ও সন্তান রয়েছেন সুস্থ।

২০২০ সালের ৫ মে, কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। আর চলতি বছর দেবীপক্ষের শুরুতেই ফের মা হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী। এবার বড়দিনের আগেই মিষ্টি মেয়ে এল কোয়েল ও নিশপালের সংসারে।

প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তাঁরা। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।