July 8, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কোভিড সংক্রান্ত বিষয়ে বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়

আগামী দিনে কোভিডের যে তৃতীয় ঢেউ আসার আগেই কোভিড সংক্রান্ত বিষয়ে আজ দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে বৈঠক করলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মুখার্জী সহ আরো অনেকে। এদিন শতাব্দী রায় জানান, আমি প্রতিটি পৌরসভায় দেখা করছি। কোভিড সংক্রান্ত বিষয়ে এবং কোভিডের তৃতীয় ঢেউ আসার আগেই সচেতন হওয়া ও তার জন্য প্রস্তুতি নেওয়া। আর আমার তরফ থেকে যে অক্সিজেনগুলো দেওয়া হবে সেগুলো কার কোথায় লাগবে এই বিষয়ে আলোচনা হল। পাশাপাশি এই বিষয়ে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহাকে আমন্ত্রন জানানো হইনি এই প্রশ্ন করা হলে তিনি জানান, এটা আমি মিউনিসিপ্যালিটির সাথে দেখা করব বলে বলেছি, আমরা ওরকম কোনো কিছু ভাবিনি। তিনি ভবিষ্যতে আসতে চাইলে আসতে পারেন।