দিলীপ ঘোষ কেরালা বিমান দুর্ঘটনা নিয়ে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক দুর্ঘটনা সরকারের তরফ থেকে সচেতন থাকা উচিত।
লকডাউন এ বৈজ্ঞানিক ভিত্তি আছে মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে তিনি জানান- যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে লকডাউন করা উচিত। সারা দুনিয়াতে লকডাউন চলছে এখানেও সিস্টেমেটিক লকডাউন করা উচিত। এইভাবে বারবার যদি তারিখ বদল হয় তবে তার ভিত্তিটা কি সেটাও সাধারণ মানুষের জানার ইচ্ছা আছে। সেই জন্য আগে থেকে চিন্তা ভাবনা করে এই লকডাউন করা উচিত। যাতে সবাই এই লকডাউন মানে। আর মানুষের কাজেরও অসুবিধা হয় না। সবদিক বিচার করেই এটা করা উচিত আমার মনে হয় শুধু রাজনৈতিক দিক বিচার করে এটা করা হচ্ছে বলে এ ধরনের কনফিউশন তৈরি হচ্ছে।