
চলতি বছরেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন | আর তার আগে জেলা সফরে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তবে এদিন তিনি হাওড়ার পাঁচলার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ৯০০ টি উন্নয়নে প্রকল্পের শিলান্যাস করলেন | এ দিন তুলে ধরলেন রাজ্যের উন্নয়নের খতিয়ান |
১০০ দিনের কাজে যে টাকা কেন্দ্র সরকার পাঠাচ্ছে সে অভিযোগ নতুন নয় । এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, “100 দিনের কাজের টাকা কেন্দ্র দিল না | যদি দিত আমি বলতাম না | বলতাম নিশ্চয়ই দিয়েছে । এগুলো তো আর লুকানো যায় না | সাত হাজার কোটি টাকা আমরা পাই | আমি বলব গরিব লোকের টাকা মারবেন না | ওরা দেয় নি তাও আমরা রাজ্য সরকারের পয়সা থেকে কাজ করাচ্ছি” | অর্থাৎ এই দিন মুখ্যমন্ত্রী” গরীবের টাকা মারবেন না” অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়