মালদাঃ- কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে গোটা দেশে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশানের ডাকে গত 14 সেপ্টেম্বর থেকে 19সেপ্টেম্বর প্রতিবাদ দিবস পালন করা হয়। শনিবার এই প্রতিবাদের দিবসের ছিল শেষ দিন আরে দিন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের ডাকে স্ট্যান্ড রেলওয়ে মেন্স ইউনিয়ন মালদা শাখা কর্মীরা প্রতিবাদ দিবস’ এর সামিল হন ইংরেজবাজার শহরের মালদা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্ট্যান্ড রেলওয়ে মেন্স ইউনিয়ন মালদা শাখা অফিস থেকে সকল কর্মীরা একটি মোটর সাইকেল রেলি বার করেন পাশাপাশি সংগঠন অফিসের সামনে সংগঠনের রেলওয়ে কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে উমেন্স ইউনিয়নের মালদা শাখার সম্পাদক সুশীল কুমার চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের সদস্যদের মূল দাবি রেলকে কোনমতেই বেসরকারিকরণ করা যাবেনা শ্রমিক আইন কে কোন রকম ভাবে পাল্টানো যাবে না পাশাপাশি নিউ পেনশন কে বাতিল করে ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে। মূলত এই তিনটি দাবিকে সামনে রেখে এ দিনে তাদের বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর তারা মোটরসাইকেল শহরজুড়ে রেলি করেন এবং এই বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন করেন।
ইস্টার্ন রেলওয়ে উমেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুশীল কুমার চৌধুরী জানান আজকের এই প্রতিবাদ দিবস আমাদের সমাপ্তি হলো আজকে আমরা একটি প্রতিবাদে বিক্ষোভ পাশাপাশি মোটরসাইকেল রেলী করে মানুষকে এ বিষয়ে সচেতন করলাম পাশাপাশি আজ সন্ধ্যেবেলা 10 মিনিটের জন্য আমাদের সংগঠনের সকল কর্মচারীরা নিজ নিজ বাড়িতে 10 মিনিট ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দিবস’ শামিল হবেন