বনগাঁর পর নদিয়ার হব্বিবপুরে সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়েদিলেন এ রাজ্যে সিএএ নয়। বনগাঁতে গিয়ে সিএএ-এনআরসি নিয়ে যে সুর চড়িয়ে এসেছিলেন এরপর নদিয়ার হব্বিবপুরে সভা মঞ্চে দাঁড়িয়ে জনসভায় বলে দিলেন, “বাংলায় এনআরসি করতে হলে, আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে। দেখি বিজেপির কত ক্ষমতা?“ দিন কয়েক আগে সংসদে যে বাজেট পেশ হয়েছে এবং বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাকেই কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন, ” মুড়ি-মুড়কির মতো সরকারি প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে। এবার কি আলু-পটলের মতো বাজারে বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, রেল মিলবে?” সঙ্গে নয়া আয়কর পরিকাঠামো নিয়ে তিনি বলেন, ওরা দুটো কর কাঠামো তৈরি করেছে। অথাৎ তাঁদের বক্তব্য ‘কাঁচা কলা খাও, নয় পাকা কলা খাও। দুটো খাওয়া যাবে না’।