শনিবার লকডাউনের মধ্যেই গুলি করে এক তৃণমূল নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মনিরতট এলাকায়।
সূত্রের খবর, শাজাহান মোল্লা নামে ৩৩ বছর বয়সি ওই ব্যক্তি মনিরতট এলাকায় তৃণমূল কংগ্রেস সভাপতি। শনিবার তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন।
অভিযোগ, সেসময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এরপরই মৃত্যু হয় শাজাহান মোল্লার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।