সকাল থেকে রাজ্যজুড়ে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের ছয় এবং দক্ষিণবঙ্গের ১২ জেলা কার্যত মুড়ল কুয়াশার চাদরে। তবে কুয়াশা বাড়লেও শীতের আমেজ সেভাবে উপভোগ করতে পারবে না রাজ্যবাসী। আগামী ২-৩ দিন ক্রমাগত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সকাল থেকে প্রায় গোটা রাজ্যেই ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাস মতোই আজ সকাল থেকে ঘন কুয়াশার দাপট দেখা যায় কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ছিল ২০০ মিটারের কাছাকাছি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও তা ৫০ মিটারে নেমে আসে। শুক্রবারও ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী