
ইডি দপ্তরে এক প্রস্থ জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একাধিক তথ্য জানালেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত | বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্স এর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতা কুন্তল ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিলেন তিনি |
তিনি জানিয়েছেন, “জিরাটে একটা ইভেন্টে আমি গিয়েছিলাম সেখান থেকে আলাপ | পরে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় । ২০১৭ সালে আমি গাড়ি কিনতে গিয়ে যখন সমস্যায় পরি | তখন কুন্তল হেল্প করেছিল ওই ৩৫ বা ৪০ লক্ষ টাকার মতো দিয়েছিলেন | এরকম তো হতেই পারে | আমার কোনো পরিচিত যদি বলে তোমায় হেল্প করব তাহলে আমি তো টাকা নিতেই পারি । পরে আমি বিনিময় অনেকগুলো ইভেন্ট করে দিয়েছিলাম” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়