কি তবে কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর. মঙ্গলবার রাহুল-সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পরই ভোট কুশলীকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। জল্পনা ওঠে পিকে এবার যোগ দিচ্ছেন হাত শিবিরে। মিশন ২০২৪-এর টার্গেট নিয়ে তাঁকে দলে স্বাগত জানাচ্ছেন গান্ধী পরিবার? এই জল্পনাই যেন আর বেশ খানিকটা উস্কে দিল রাহুল ঘনিষ্ঠ নেত্রীর টুইটার পোস্ট।

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি