June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কুশমন্ডিব্লক এ

বিধানসভা নির্বাচনের আগের দিন কুসুমন্ডি ব্লকের কালিকামোরা গ্রাম পঞ্চায়েতের অধীন পুটন এলাকায় এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এলাকায় সূত্রে জানা যায় রবিবার সকালে বাসিন্দারা টাঙ্গন নদীর ধারে মৃত কিশোর বিপ্লব দাসের দেহ দেখতে পান। জানা যায় মৃত কিশোর এলাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত কিশোরের বাবা মিহির দাস বলেন গতকাল রাতে খোঁজাখুঁজি করেও আমার ছেলেকে পাইনি আজ সকালে ফোনে জানতে পারলাম ছেলের মৃতদেহ পাওয়া গেছে। দোষীদের কঠোর শাস্তি চাই। মৃত কিশোরের মা জানিয়েছেন গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি আমার ছেলে বিপ্লব দাস। তাকে কেউ বা কারা খুন করেছে।
নির্বাচনের আগের দিন মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া