Aedes aegypti mosquito pernilongo with white spots and white background
করোনা আক্রান্তের পর এবার আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা | বুধবার বিধানসভায় রাজ্যের ডেঙ্গু পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত অনেকটাই নিয়ন্ত্রনে বাংলার ডেঙ্গু সংক্রমণের হার | এই দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, আগে রাজ্যে এগারো হাজার করে মানুষ প্রতিদিন ডেঙ্গু কবরে পড়ছিলেন | এখন সেই সংখ্যাটা কমে নেমে এসেছে ৫০০র ঘরে |
পাশাপাশি, পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন এ রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের | তাদের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে এবং বাকি পাঁচজন বেসরকারি হাসপাতালে প্রাণ হারিয়েছেন | তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন | বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে মশা বাহিত এই রোগ |

                                        
                                        
                                        
                                        
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি