রবিবার তুমুল গুলির লড়াই শুরু হয়েছে কাশ্মীরের অনন্তনাগ জেলায়। এর ফলে এখনও পর্যন্ত চার জঙ্গির খতম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে এখনও তাদের পরিচয় জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা। এদিকে এই ঘটনার জেরে অনন্তনাগ ও কুলগাম এলাকায় স্থগিত রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।