April 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চৈত্র সংক্রান্তিতে কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কাইওয়াক তৈরির জন্য হকারদের রুজি রোজগার বন্ধ যেতে পারত বলে আশঙ্কা তৈরি হয়েছিল হকারদের একাংশের মনে। কিন্তু ‘মানবিক’ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সংকট কেটে যায়। হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। একবছরের জন্য হাজরা পার্কে হকার্স কর্নার বানিয়ে দেওয়া হয়।

সোমবার কালীঘাটের স্কাইওয়াকের পাশাপাশি হকার্স কর্নারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা জানান, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের বৈঠকের সময়ই কালীঘাটে স্কাইওয়াক তৈরির কথা ভেবেছিলেন। কিন্তু দক্ষিণেশ্বরে বেশ কিছুটা জায়গা থাকলেও কালীঘাট বড্ড ঘিঞ্জি। ফলে স্কাইওয়াক তৈরির জন্য জায়গা বের করা কঠিন কাজ ছিল। আর কালীঘাটের উন্নয়নের স্বার্থে যখন এই স্কাইওয়াকের পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী সেইসময় হকারদের একাংশের মনে আশঙ্কা তৈরি হয় যে তাঁদের পেটে টান পড়তে পারে। সংকট কাটাতে হাল ধরেন মুখ্যমন্ত্রী। কাজের সঙ্গে যুক্ত সকলকে মাথা খাটিয়ে উপায় বের করার পরামর্শ দেন। তারপরই হকারদের বিকল্প ব্য়বস্থা করে দেওয়া হয়।