মালদাঃ- মঙ্গলবার বিকেলে কালিয়াচকের রাজনগর এলাকায় গঙ্গায় মমৎসজীবীদের জালে ধরা পড়ল ছোট একটি ঘড়িয়াল। ঘটনার খবর পেয়ে ঘরিয়ালটিকে উদ্ধার করে নিয়ে আসে বন দফতরের কর্মীরা। বন দফতরের অফিসার সুজিত কুমার চট্টোপাধ্যায় বলেন, “মৎস্যজীবীদের জালে একটি ঘড়িয়াল ধরা পড়ে। সেটি উদ্ধার করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপাশি তিনি জানান, গঙ্গার মৎসজীবীদের এদিন সচেতন করা হয় যাতে ঘরিয়াল ধরা পড়লে কেউ তা মেরে না ফেলে বরং বন দফতরকে যেন খবর দেয়।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী