
গত দু বছর করোনা থাবা বাসায় বন্ধ ছিল কার্নিভাল | দু’বছর পর আবারো রেড রোড সেজে উঠেছে কার্নিভালের আলোয় | ভিন্ন মেজাজে পাওয়া গেল এদিন মুখ্যমন্ত্রীকে | কাসর করতাল ঢাক বাজালেন তিনি | আদিবাসী নাচেও পা মেলালেন মুখ্যমন্ত্রী |
তবে এদিন আরুশি চক্রবর্তী নামে একটি শিশু মুখ্যমন্ত্রী সেজে গোলাপ ফুল তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে | সে জানায় “আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেজেছি” | এদিন রেড রোড কার্নিভালে অংশ নেন হিন্দুস্থান পার্ক সর্বজনীন এই পুজো কমিটি | সেখানেই সদস্যদের সঙ্গে ছিল ছোট্ট মমতা । তার হাতে ছিল বিশ্ববাংলা প্লাকাড | এর পরই শিশুটি হাতে গোলাপ নিয়ে মঞ্চে উঠে যান মুখ্যমন্ত্রীর কাছে |
অনুষ্ঠান শুরুতে মুখ্যমন্ত্রী লেখা গানের সঙ্গে নাচলে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ছাত্রীরা | এরপরই প্রতিমা ও ট্যাবলো নিয়ে রেড রোডে শোভাযাত্রা শুরু হয় | চেতলা অগ্রণী, সিংহী পার্ক একে একে এগিয়ে আসেন প্রত্যেকে ।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা