![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/03/Kartik_Aaryan_in_2018.jpg)
বলিউডের চকলেট হিরো কার্তিক আরিয়ান | তার অনুরাগীর সংখ্যাও কিছু কম নয় | কয়েকদিন আগে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল কার্তিকের এক অনুরাগীর কীর্তি | ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেতার বাড়ির সামনে গিয়ে এক মহিলা ফ্যান ক্রমাগত কার্তিক নাম করে চিৎকার করে | এরপর ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল নায়ক |
তারপর কিছুক্ষণ অনুরাগীর সঙ্গে সময় কাটিয়ে ছিলেন তিনি | আর এই নতুন ভিডিওতে দেখা গেল বিমানবন্দরে দুই মহিলা ফ্যান হাতে গোলাপ নিয়ে কার্তিককে প্রপোজ করে ফেললেন | আর এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’