বলিউডের চকলেট হিরো কার্তিক আরিয়ান | তার অনুরাগীর সংখ্যাও কিছু কম নয় | কয়েকদিন আগে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছিল কার্তিকের এক অনুরাগীর কীর্তি | ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেতার বাড়ির সামনে গিয়ে এক মহিলা ফ্যান ক্রমাগত কার্তিক নাম করে চিৎকার করে | এরপর ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল নায়ক |
তারপর কিছুক্ষণ অনুরাগীর সঙ্গে সময় কাটিয়ে ছিলেন তিনি | আর এই নতুন ভিডিওতে দেখা গেল বিমানবন্দরে দুই মহিলা ফ্যান হাতে গোলাপ নিয়ে কার্তিককে প্রপোজ করে ফেললেন | আর এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়