পুজোর সঙ্গেই শুরু হল অভয়া কাণ্ডের বিচারপর্বও। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারকের কাছে সিবিআইয়ের চার্জশিট পাঠানো হয়। এজলাসে হাজির করা হয়েছিল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করল সে।
বিচারকের সামনে সঞ্জয় বলে, “ঘটনার বিষয় আমি কিছু জানি না। আমার অনেক কিছু বলার আছে।” তখনই বিচারক বলেন, “এখানে বলার জায়গা নেই।” সঙ্গে সঙ্গে অভিযুক্ত সঞ্জয় দাবি করেন, “আমি কিছু না বললে, আমার ঘাড়ে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে।” তখনই বিচারক বলেন, “আমি আপনার আইনজীবীকে বলছি হাজতে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে। আপনার কথা বলা দরকার। নাহলে এই মামলা চালানো যাবে না।”
২ মাসের মধ্যে চার্জশিট দাখিল করেছে সিবিআই। এদিন তা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এদিন নীল ট্রাউজার, নীল গোল গলা টিশার্টে এজলাসে উপস্থিত হয় সঞ্জয়।
More Stories
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি
ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে