December 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কাটল উপাচার্য নিয়োগের জটিলতা

রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলি উপাচার্য নিয়োগের জটিলতা এবার কাটলো | সাত উপাচার্যের মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে দিলেন রাজ্যপাল | রাজভবনে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, “রাজ্যপাল কোন দলের নয় | যদি কোন ইতিহাস থাকে সেটা এখন অতীত | রাজভবন নবান্ন একসঙ্গে কাজ করবেন” |

সোমবার সন্ধ্যার পর এদিন সকালে বৈঠকে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু | বৈঠকের মাঝেই 7 উপাচার্যের পদত্যাগ পত্র জমা দেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে | তাদের সেই পদত্যাগ পত্র গ্রহণ করেন রাজ্যপাল । সেই সঙ্গে আরও তিন মাস মেয়াদ বৃদ্ধি কথা জানিও চিঠি দেন পদত্যাগী উপাচার্যদের |