June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতা হাইকোর্টের SST দুর্নীতি মামলায় নজির বিহীন রায়

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর SST দুর্নীতি মামলায় নজির বিহীন রায় | তার নির্দেশে বাতিল ৩৬ হাজার প্রশিক্ষণ হীন প্রাথমিক শিক্ষকের চাকরি | এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা |

এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী চক্রবর্তী জানিয়েছেন, “বেআইনি পথে চাকরি না হলে চাকরি হারানোর ভয় থাকত না কারো | চাকরিহারা 36 হাজার জনকে পরবর্তীকালে চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত” । এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জানান, “তৃণমূল সকলের প্রতি ন্যায় বিচার চায় | জেদা জেদি করতে গিয়ে কিংবা টেকনিক্যাল কোন সমস্যার জন্য অনেকে অনিশ্চয়তার ফলে ফেলে দেওয়া কতটা জরুরি তার পুনঃ নির্বাচনে প্রয়োজন রয়েছে” |