December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। হালকা বৃষ্টিরও সম্ভাবনা। সোমবার বাড়বে বৃষ্টি। কলকাতায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যা ক্রমশ এগিয়ে যাবে উত্তর-পূর্ব ভারতের দিকে। বসন্তের মাঝেও হালকা শীতের আমেজ রাজ্যজুড়ে। দিন ও রাতের তাপমাত্রায় বেশ কিছুটা ফারাক থাকছে। তবে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাল্লা দিয়ে দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে বলে খবর। সপ্তাহের শেষের দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |