কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র থেকে বাদ পড়ল আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম। পাশাপাশি সমাবর্তনের প্রধান অতিথি হিসেবেও কারও নাম নেই আমন্ত্রণপত্রে। আগামী ২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে। সূএের খবর, এ বিষয় উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় জানিয়েছেন রাজ্যপালের আসার ব্যাপারে উচ্চ শিক্ষা দপ্তর মারফত সম্মতি আসেনি। তাই আমন্ত্রণপত্রে নাম নেই। এই বিষয়টি ঘিরে তৈরি হয়ে নানা বিতর্ক। তবে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল আসবেন বলেই সম্মতি দিয়েছেন। কিন্তু তারপরও কেন নাম বাদ পড়ল তা নিয়ে উঠল নানা বিতর্ক। সূএের খবর, পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলেও জানিয়েছিলেন রাজ্যপাল। সম্মতির পরেও বিশ্ববিদ্যালয়ের তরফে সমাবর্তনের আমন্ত্রণপত্রে এবার নাম নেই খোদ রাজ্যপালেরই। জানা গিয়েছে, সোমবার থেকেই সমাবর্তনের আমন্ত্রণপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়। সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী দুজনেই উপস্থিত থাকতে পারেন, সেই ধরেই আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।