December 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতা বিমানবন্দরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ সকালেই কলকাতা বিমানবন্দরে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । চোখের জটিল অস্ত্রপচারের পর এদিন দেশে ফিরলেন তিনি | তার চোখে ছিল ঘষা কাঁচের চশমা | চোখের চিকিৎসার জন্য প্রায় তিন সপ্তাহ মার্কিন মুলক এ ছিলেন তিনি | গত ১২ অক্টোবর আমেরিকার জন হকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার হয়েছিল অভিষেকের | সেই ছবি টুইটারে পোস্ট করেছিলেন কুনাল ঘোষ |

প্রসঙ্গত দুর্ঘটনায় তার চোখ এতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে, বারবার অস্ত্রপ্রচার করেও ফল না হওয়ায়, ১৪ অক্টোবর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মার্কিন মুলুকে যান তিনি | সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাই ও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । ছয় বছরে এটি ছিল তার সপ্তম বারের চোখের অস্ত্রপচার |