
এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা গেল শোভন বৈশাখীকে | তাদের দেখা গেল একই সাজে | অর্থাৎ দুজনের পোশাকেই রয়েছে একই রঙের ছোঁয়া ।
মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হলেন দুজনে | পরনে গোলাপি রঙের পোশাক | চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন জগৎ এবং শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে গল্পে মজলেন তারা । এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পরনে ছিল গোলাপি শাড়ি, সোনার গয়না | এবং শোভন চট্টোপাধ্যায়ের পরনে ছিল গোলাপি শার্ট কালো ট্রাউজার | সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্যোক্ত তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া সহ অনেকেই | তাদের সঙ্গে কথাবার্তা বলেন শোভন বৈশাখী |
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা