সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। একই সাথে সিএএ বিরোধী আন্দোলন চলছে কলকাতার পার্ক সার্কাসে। সেখানে বিক্ষোভে বসেছেন কয়েকশো মহিলা। তবে একটানা ২৬ দিন আন্দোলন চলার ফলে ওই মঞ্চেই মৃত্যু হল আন্দোলনকারী এক প্রৌঢ়ার।
শনিবার রাত থেকে আচমকা তার বুকে যন্ত্রনা হতে শুরু করে, এরপরই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হওয়া তার। শামিদা খাতুন নামে ওই মহিলা এন্টালির বাসিন্দা। শনিবার রাতেও মঞ্চেই ছিলেন তিনি। সূত্রের খবর, শামিদা আগে থেকেই অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ এবং মধুমেহর সমস্যায় ভুগছিলেন তিনি। সহ আন্দোলনকারীর মৃত্যুতে পার্ক সার্কাসের আন্দোলন মঞ্চে এখন শোকের ছায়া।