December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতার বাস দুর্ঘটনায় গ্রেপ্তার চালক

গতকাল বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা ঘটে কলকাতায় | বাস দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার ধৃতকে সোমবার আদালতে পেশ করা হবে | রবিবার দুপুরে বর যাত্রী বোঝাই একটি মিনিবাস ধর্মতলার কাছে দুর্ঘটনার কবলে পড়ে | জানা গিয়েছে, হঠাৎই প্রচণ্ড শব্দ করে ফুটপাতের রেলিং ভেঙে ভেতরে ঢুকে একদিকে কাত হয়ে উল্টে যায় বাসটি | এরপর স্থানীয় মানুষেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং শুরু হয় উদ্ধার কার্য | খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে | আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় | ঘটনার পর থেকেই পলাতক ছিল বাসচালক | এরপর হাওড়া স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার করা হয় পলাতক বাসচালককে |