জলপাইগুড়ি ঃ কলকাতার বালিগঞ্জ থেকে ভার্চুয়ালি বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলে। ছেলে কোরোনা আক্রান্ত। এই কারণে বাবার শ্রাদ্ধানুষ্ঠান জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে করলেন। তাও আবার ভার্চুয়ালি।জলপাইগুড়িতে বসে পুরহিত মন্ত্র উচ্চারণ করলেন অন্যদিকে বালিগঞ্জে বসে ছেলে বাবার কাজ করলেন ভার্চুয়ালি। কোভিড পরিস্থিতিতে ভারত সেবাশ্রমের মহারাজের সাথে যোগাযোগ করেন
মৃতের পরিবার। ভার্চুয়ালি শ্রাদ্ধানুষ্ঠান করার ব্যবস্থা করে নজির করলেন আশ্রম কর্তৃপক্ষ।
গত ২৮ জুন মারা যান কলকাতার বালিগঞ্জের বাসিন্দা বিমল ঘোষ। শনিবার শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে। ভাগলপুর,বোকারো, ব্যাঙ্গালোর থেকে ভার্চুয়ালি শ্রাদ্ধানুষ্ঠান যোগ দেন মৃতের আত্মীয়রা।
ভারত সেবাশ্রম সংঘের বিশ্ব প্রেমানন্দ মহারাজ বলেন, গরিব হোক কিংবা ধনী সকলেই পাশে আশ্রম কর্তৃপক্ষ রয়েছেন সেবা করার জন্য। এই কারণে যার যেরকম সামর্থ্য সেই টাকা দিলেন আশ্রমের মাধ্যমে শ্রাদ্ধানুষ্ঠান করতে পারবেন।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী