February 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতার ঐতিহ্য ট্রাম বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার

ট্রাম রাজ্যের ঐতিহ্য। তাই ট্রাম বাঁচাতে রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে। মঙ্গলবার ট্রাম সংক্রান্ত মামলায় এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) ডিভিশন বেঞ্চের। কলকাতা শহরে ট্রাম লাইন তুলে ফেলার উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন প্রধান বিচারপতি। আদালত গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাই কোর্ট। খিদিরপুর এলাকায় ট্রাম লাইন বুজিয়ে দেওয়ার ঘটনায় পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সম্প্রতি, কলকাতার ঐতিহ্য ট্রাম বাঁচাতে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। সেই মামলার প্রেক্ষিতে আগেই একটি কমিটি গড়ে দিয়েছিল আদালত। সেই কমিটিকে নিজেদের মধ্যে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই মামলারই এদিন শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ময়দান থেকে খিদিরপুর পর্যন্ত পিপিপি মডেলে ট্রাম চালানো যেতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি সংস্থা যারা এই মডেলে যুক্ত হতে চায় তাদের আহ্বানও জানানো হয়েছে। আলিপুর এলাকায় ট্রাম চলাচল বন্ধ হয়েছে ১৫ বছর। তবে ওই এলাকায় কারা ট্রাম লাইন বুজিয়ে ফেলেছে তা খতিয়ে দেখছে পুলিশ।