July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতার আলমারি কারখানায় অগ্নিকাণ্ড

আজ সকালে খাস কলকাতার আলমারি কারখানায় অগ্নিকাণ্ড । মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় মানিকতলা | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন | এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে |

সূত্রের খবর, কলকাতার মানিকতলার মুরারিপুকুর রোডে আলমারি কারখানা টি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল | এমনটাই জানিয়েছেন স্থানীয়রা | এরপর হঠাৎই আজ সকালে সেখান থেকে ধোয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা | মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া এলাকায় ছড়িয়ে পড়ে | এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন দমকলে । পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নিজেদের মধ্যেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে |