December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

Aedes aegypti mosquito pernilongo with white spots and white background

কলকাতায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা | কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবার ডেঙ্গিতে আক্রান্ত | জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি | জানা গিয়েছে গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি | এরপর জ্বর না কমায় পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে দেখা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত | এর পরে তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে |

তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে | প্রসঙ্গত রাজ্যের 18 টি ব্লকে ছড়িয়ে পড়েছে ডেঙ্গির থাবা | করোনার পর চিন্তা আর বাড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক | কিছুদিন আগে পর্যন্ত অনেকটাই প্রভাব দেখা যাচ্ছিল ডেঙ্গি-3 এর | ডেঙ্গি প্রতিরোধে তৎপর কলকাতা প্রশাসন |