কলকাতায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা | কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবার ডেঙ্গিতে আক্রান্ত | জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি | জানা গিয়েছে গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি | এরপর জ্বর না কমায় পরীক্ষা করানো হয় এবং রিপোর্টে দেখা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত | এর পরে তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে |
তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে | প্রসঙ্গত রাজ্যের 18 টি ব্লকে ছড়িয়ে পড়েছে ডেঙ্গির থাবা | করোনার পর চিন্তা আর বাড়াচ্ছে ডেঙ্গি আতঙ্ক | কিছুদিন আগে পর্যন্ত অনেকটাই প্রভাব দেখা যাচ্ছিল ডেঙ্গি-3 এর | ডেঙ্গি প্রতিরোধে তৎপর কলকাতা প্রশাসন |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির