ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারিতে কলকাতায় আসছেন শ্রীলংকার ভাইরাল কন্যা ইয়োহানি ইয়োহানি ডি’সিলভা | এ কথা সোশ্যাল মিডিয়া জানিয়েছেন ইয়োহানি নিজেই | তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কেমন আছো কলকাতা? আমি আসছি” ।
প্রসঙ্গত, কিছুদিন আগে মানিকে মাগে হিতে গানটি গেয়ে বেশ ভাইরাল হয়েছে শ্রীলংকার এই কন্যা | এই গান সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে | ২০১৯ সালে youtube একের পর এক গান করতে দেখা গিয়েছে তাকে | মাত্র কয়েক বছরের মধ্যেই তার গান ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায় |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী