নোবেল করোনা ভাইরাসের সংক্রামন নিয়ে উদবিগ্ন সারা দেশ। আর এবার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওড়িশা বাংলার বডা’র সিমান্তে দীঘা থানা ও রামনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিং ও সচেতনতা মূলক শিবিরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত পর্যটক ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় বেড়াতে আসছেন তাঁরা কোনো ভাবে ভাইরাসে সংক্রমিত কিনা সেটা পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া যদি কোন পর্যটক বা ভিন রাজ্য থেকে আগত কোনো ব্যক্তির কোনো রকম কিছু ধরা পড়ে তার জন্য দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ও তমলুক জেলা হাসপাতালে বিশেষ আইসোলেসান ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার থেকে দীঘা বডা’র সিমান্তে শুরু হয়েছে এই চেকিং।