করোনা আতঙ্কের থাবা স্বাস্থ্য বা ক্রীড়াজগতেই নয়,এবার তার প্রভাব পড়তে শুরু করল শিক্ষা ক্ষেত্রেও। দিল্লির প্রাথমিক স্কুলগুলিতে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। তাই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতে করোনা আতঙ্কের জেরে সচেতনতা অবলম্বনে নয়া নির্দেশিকা সরকারের। সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা মার্চের ১২- ২৭ তারিখ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে নজরদারি থেকে শুরু করে কারা খাতা দেখবেন, কবে জমা দেবেন ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এরসাথে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকার ৪ নম্বর ধারায় সংক্রামক রোগে আক্রান্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদা করে প্যাকেট করতে বলা হয়েছে।
আর সেই প্যাকেটের উপরে বাঁ দিকের কোণে ‘সিক ক্যান্ডিডেট’ বা অসুস্থ পরীক্ষার্থী লিখে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সংক্রামক রোগে আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা আলাদা প্যাকেট করা নিয়ে কোনও আধিকারিক মুখ খুলতে চাননি। তবে অনেকের মতে, উচ্চমাধ্যমিকে সরকারের নয়া নির্দেশিকায় ‘করোনা ভাইরাস’-এর কথা উল্লেখ না থাকলেও এই মারণ রোগ প্রতিরোধেই যে এমন সিদ্ধান্ত তা নিয়ে সন্দেহ নেই শিক্ষামহলের।