February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংকটময় পরিস্থিতিতে বেসরকারি হাসপাতাল গুলিকে নির্দেশিকা রাজ্য সরকারের

করোনা সংকটময় পরিস্থিতিতে কোন শর্তে রোগীদের ফেরাতে পারবেনা কোন হসপিটাল। শুধু তাই নয় তাদের চিকিৎসা দিতে অস্বীকার করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, বুধবার বেসরকারি হাসপাতালগুলো কে আরো বেশি করে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে এক নির্দেশিকা জারি করেন তিনি। এই নির্দেশিকায় জানানো হয়েছে, স্বাস্থ্য পরিষেবায় তৎপরতা বাড়াতে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান । এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার সেই যুক্তিতেই হাসপাতালগুলিকে জানাচ্ছে, কোন অবস্থাতেই রোগী কে ফেরানো চলবে না। শুধু তাই নয় স্বাস্থ্যকর্মীদের কি উপায়ে সুস্থ রাখতে হবে, কিভাবে সঠিক পদ্ধতিতে নন -কোভিড রোগীদের রাখতে হবে এবং পিপিপিই এর ব্যবহার করতে হবে সেখানে এই সমস্ত বিষয়ে জানানো হয়। সেই নির্দেশিকায় শুধু তাই নয় আরও জানা গিয়েছে, ওই নির্দেশিকায় রোগীকে কোন চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি অনুমোদন দরকার নেই এবং আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী, করোনা পরীক্ষার জন্য লাগবে না কোন ছাড়পত্র